পানির কন্টেইনারকে বিস্ফোরক ভেবে কাবুলে সেই ড্রোন হামলা, যুক্তরাষ্ট্রের ভুল স্বীকার
- আপডেট সময় : ০১:৪৭:৩১ অপরাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শেষ করার আগের দিন—কাবুলে মার্কিন ড্রোন হামলায় বেসামরিক নির্দোষ ১০ জন নিহত হওয়ার কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের তদন্তে জানা গেছে, কাবুলের ওই হামলায় জামাইরি আকমাধি নামের আন্তর্জাতিক সংস্থার একজন কর্মী এবং তাঁর পরিবারের সাত শিশুসহ নয় জন নিহত হয়েছে।
কাবুল বিমানবন্দরে সন্ত্রাসী হামলার কয়েকদিন পরই ভয়াবহ ড্রোন হামলাটি করা হয়। তালেবানের ক্ষমতায় আসাকে কেন্দ্র করে সেসময় কাবুল বিমানবন্দর হয়ে যাত্রীদের আফগানিস্তান ছাড়ার হিড়িক চলছিল। ঐ ড্রোন হামলাটি ছিল আফগানিস্তানে মার্কিন সেনাবাহিনীর শেষ কার্যক্রমগুলোর একটি। নিহতদের মধ্যে ছিল একই পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য। যার বয়স ছিল মাত্র দুই বছর।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের জেনারেল ম্যাকেঞ্জি ঐ হামলাকে ‘দুঃখজনক ভুল’ হিসেবে আখ্যায়িত করেছেন। ম্যাকেঞ্জি আরও জানান, নিহত জামাইরি আকমাদি নামের এক সহায়তা কর্মীকে আফগানিস্তানে ইসলামিক স্টেট গ্রুপের স্থানীয় শাখা সদস্য ভেবে ভুল করেছিল মার্কিন গোয়েন্দা সংস্থা।
মারা যাওয়াদের মধ্যে ছিলেন আহমাদ নাসের, যিনি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সাথে অনুবাদক হিসেবে কাজ করেছেন। মার্কিন বাহিনীর এই ভুলের পর আফগানিস্তানে সন্ত্রাসবিরোধী কার্যক্রমের নির্ভুলতা নিয়ে প্রশ্ন উঠেছে । পাশাপাশি এতদিন ধরে চলা যুদ্ধে আসলে কী পরিমাণ বেসামরিক নাগরিক ক্ষতিগ্রস্ত হয়েছে, সাম্প্রতিক এই ভুলের পর সেটি নিয়েও প্রশ্ন উঠেছে।