দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি
- আপডেট সময় : ০৭:৪২:০৮ অপরাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
নির্বাচন নিয়ে নড়েচড়ে বসলেও এখনই সিদ্ধান্ত জানাতে নারাজ বিএনপির নীতি-নির্ধারকরা। ধারাবাহিক বৈঠকে নেতা-কর্মীদের মতামত নিয়ে কর্মপরিকল্পনা নির্ধারণ করছে দলটি। তবে আওয়ামী লীগ সরকারের অধীনে আর কোনো নির্বাচনে অংশ নেবে না বলে সাফ জানালেন বিএনপি নেতারা। এসএটিভিকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন বিএনপি নেতারা।
গত ৯ সেপ্টেম্বর সরকার প্রধান, আগাম জাতীয় সংসদ নির্বাচনের ইঙ্গিত দিলে নড়েচড়ে বসে বিএনপি। দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে টানা তিন দিনের রুদ্ধদ্বার বৈঠকে আন্দোলন ও নির্বাচন নিয়ে পর্যালোচনা ও করণীয় ঠিক করে বিএনপি’র হাই কমান্ড।
ধারাবাহিক বৈঠকে চেয়ারপার্সনের গুলশানের কার্যালয় সরমগরম হয়ে উঠে। আগের নির্বাচনের অভিজ্ঞতার আলোকে আগামীতে ভিন্ন কৌশলে হাটতে চায় দলটি। রাজনৈতিক গতি প্রকৃতি বিবেচনায় কঠোর আন্দোলনের ডাক আসতে পারে বলেও জানান তারা।
এই সরকারের অধীনে আর কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি। জোটের ক্ষেত্রেও একলা চলো নীতিতে চলতে পারে বলে ইঙ্গিত দেন তারা।
মানবাধিকার লঙ্ঘণ, হত্যা, গুম ও খুনের বিষয়ে আন্তর্জাতিক সংস্থার প্রতি আহবান জানিয়ে সংকট উত্তরণে লবিং বাড়াতে গুরুত্ব দেয়া হবে বলেও জানান তারা।