বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবি মূর্খতার সামিল : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫২:৪৭ অপরাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
বিএনপি’র তত্ত্বাবধায়ক সরকারের দাবি নিতান্ত মূর্খতার সামিল বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম। পটুয়াখালীতে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
বিকেলে কলাপাড়া উপজেলায় বিএফআরআই এর আওতাধীন নদী উপকেন্দ্রের অফিস কাম গবেষণাগার ভবন উদ্বোধন করেন মন্ত্রী। এ সময় তিনি আরো বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেয়ার কোন বিধান নেই। বিএনপি জোট ও তাদের সহযোগিদের দাবি সংবিধান পরিপন্থী বলেও মন্তব্য করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য শাহজাহান মিয়া ও জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন। পরে, বিভিন্ন উন্নয়ন প্রকল্প ঘুরে দেখেন তিনি।