শিক্ষার্থীদের তথ্য না পাওয়ায় বিপাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়
- আপডেট সময় : ০৪:৫৭:২২ অপরাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
বার বার বার্তা পাঠিয়েও শিক্ষার্থীদের করোনার টিকার তথ্য না পাওয়ায় বিপাকে পড়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সরকারের নির্দেশনা মেনে ক্যাম্পাস খুলতে, অন্তত ৮০ ভাগ শিক্ষার্থীকে টিকার আওতায় আসতে হবে। কিন্তু, এই বিশ্ববিদ্যালয়ের মাত্র ১২ হাজার শিক্ষার্থী টিকার আওতায় এসেছে। এটি মোট শিক্ষার্থীর মাত্র ৪০ শতাংশ। ফলে এখনো ক্যাম্পাস খোলার সিদ্ধান্তে যেতে পারছে না কর্তৃপক্ষ।
দেড় বছর বন্ধের পর স্কুল-কলেজ খুলে দেয়া হলেও এখনো বন্ধ বিশ্ববিদ্যালয়। কবে নাগাদ ক্লাস-পরীক্ষা শুরু হবে- তা নিয়ে কাটেনি সংশয়। ক্যাম্পাস খোলার দাবিতে কয়েক মাস ধরেই নানা কর্মসুচি পালন করছে বিভিন্ন ছাত্রসংগঠন। এবার ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয় খুলতে আল্টিমেটাম দিয়েছে বাম ছাত্রসংগঠনগুলো।
এদিকে, বিশ্ববিদ্যালয় খুলতে অন্তত ৮০ শতাংশ শিক্ষার্থীকে টিকার আওতায় আসতে হবে- এমন শর্ত জুড়ে দিয়েছে ইউজিসি। কিন্তু বার বার নোটিস ও মোবাইল ফোনে এসএমএস পাঠিয়েও সব শিক্ষার্থীর পরিসংখ্যান পাচ্ছে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ভিসি বলছেন, ক্যাম্পাসে ফিরতে সবাই আগ্রহী হলেও টিকার ব্যাপারে শিক্ষার্থীদের তেমন উৎসাহ দেখা যাচ্ছে না।
উদ্ভুত পরিস্থিতিতে করণীয় ঠিক করতে আগামী ৩০ সেপ্টেম্বর একাডেমিক কাউন্সিলের সভা ডাকা হয়েছে।