অনুমোদন পেলো শেখ হাসিনা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি
- আপডেট সময় : ০৫:৫৫:২৮ অপরাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
অনুমোদন পেলো শেখ হাসিনা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়।
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার বাঁশগাড়ী গ্রামে শেখ হাসিনা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি নামে আরো একটি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এই বিশ্ববিদ্যালয়ের উদ্যাক্তা ডা: এইচ বি এম ইকবাল। বিশ্ববিদ্যালয়টি পরিচালনার অনুমতি দিয়ে বৃহস্পতিবার চিঠি পাঠায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। নতুন এই বিশ্ববিদ্যালয়কে নিয়ে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়ালো ১০৮টি। ডা: ইকবালের নিজ গ্রাম ভৈরবের বাঁশগাড়ীতে একশো একর জায়গায় বিশ্বমানের “ডা: ইকবাল এডুকেশন সিটি” প্রতিষ্ঠাতা করেন। এই সিটিতে থাকবে শেখ হাসিনা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আন্তজার্তিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ পলিটেকনিকেল ইনস্টিটিউট, নার্সিং ডিগ্রি কলেজসহ
উচ্চশিক্ষার আরো অনেক সুযোগ থাকবে। এখানে একই সঙ্গে ৪৫ হাজার ছাত্র-ছাত্রী পড়ার সুযোগ পাবে।ডা: এইচবিএম ইকবাল একজন সফল ব্যবসায়ী ও রাজনীতিবিদ। তিনি আওয়ামী লীগের সাবেক সাংসদ।বর্তমানে বেসরকারি প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।