ত্রিদেশীয় নিরাপত্তা চুক্তি ‘অকাস’ নিয়ে কূটনৈতিক টানাপোড়েন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৫:২০ অপরাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
ত্রিদেশীয় নিরাপত্তা চুক্তি- ‘অকাস’ নিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং ফ্রান্সের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন দেখা দিয়েছে।
এমন পরিস্থিতিতে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালেসের সঙ্গে নির্ধারিত একটি বৈঠক বাতিল করেছেন ফরাসি প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লি। পরমাণু চালিত সাবমেরিন বানাতে সম্প্রতি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে একটি নিরাপত্তা চুক্তি করে অস্ট্রেলিয়া। এর ফলে ফ্রান্সের সঙ্গে করা একটি নিরাপত্তা চুক্তি বাতিল করে অস্ট্রেলিয়া। দুই দিনের এই আলোচনায় সভাপতিত্ব করার কথা ছিল ফ্রান্সের সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত লর্ড রিকেটসের। চীনকে মোকাবেলায় এই চুক্তি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।