মুসলিমবিদ্বেষ ও বিদেশিদের বিরুদ্ধে অসহিষ্ণুতা পশ্চিমের রাজনীতিকে জিম্মি করেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৯:২১ অপরাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
মুসলিমবিদ্বেষ ও বিদেশিদের বিরুদ্ধে অসহিষ্ণু মনোভাব- পশ্চিমের রাজনীতিকে জিম্মি করে রেখেছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।
রোববার নিউইয়র্কে তার্কিশ-আমেরিকান ন্যাশনাল স্টিয়ারিং কমিটি- টিএএসসি আয়োজিত এক সম্মেলনে অংশ নিয়ে তুর্কি প্রেসিডেন্ট একথা বলেন। এই বিদ্বেষ ও অসহিষ্ণুতা মুসলমানদের দৈনন্দিন জীবনকে ব্যাহত করছে বলেও অভিযোগ করেন তিনি। ইসলাম-ফোবিয়া ও বর্ণবিদ্বেষ নিয়ে বিশ্বমঞ্চে বরাবরই সোচ্চার প্রেসিডেন্ট এরদোগান। ইসলাম-ফোবিয়া ও বর্ণবিদ্বেষ প্রতিরোধে বিশ্বের সবাইকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।