৭২ ঘন্টার কর্মবিরতি শুরু করেছে কাভার্ডভ্যান-ট্রাক-প্রাইমমুভার মালিক এ্যাসোসিয়েশন ও ট্রাক চালক সমিতি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৩৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
সড়ক-মহাসড়কে চাঁদাবাজি, ট্রাফিক পুলিশের হয়রানি, স্কেলের নামে পণ্য পরিবহনে বাঁধা দেয়া বন্ধ করাসহ ১৫ দফা দাবিতে ৭২ ঘন্টার কর্মবিরতি শুরু করেছে কাভার্ডভ্যান-ট্রাক-প্রাইমমুভার মালিক এ্যাসোসিয়েশন ও ট্রাক চালক সমিতি।
সকাল ছ’টা থেকে এই কর্মসুচি শুরু করেছে মালিক ও শ্রমিকদের দুটি সংগঠন। নেতারা জানান, সড়কে শ্রমিকদের জীবনের পাশাপাশি পরিবহন ও পণ্যেরও নিরাপত্তা নেই। নিরাপত্তার দায়িত্বে থাকা হাইওয়ে ও ট্রাফিক পুলিশের কাছেই বেশি হয়রানির শিকার হচ্ছে তারা। একই দাবিতে আগেও একাধিকবার আন্দোলন করেছে চালক সমিতি। পরে, সরকারের শীর্ষ পর্যায় থেকে সামাধানের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। এজন্য কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছেন বলে জানান, মালিক-শ্রমিকরা। দাবি আদায় না হলে ভবিষ্যতে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।