সিলেটে একটি বাসা থেকে দুই বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৪০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
সিলেটে একটি বাসা থেকে দুই বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
সকালে নগরের ৪ নম্বর ওয়ার্ডের মজুমদারি কোনাপাড়ার নিজ বাসায় রানী ও ফাতেমার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্বজনরা পুলিশকে জানায়।পরে পুলিশ এসে মরদেহ দুটি উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুই বোন আত্মহত্যা করেছে।তবে হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। দুই বোনের মধ্যে রানী নবম শ্রেণী পর্যন্ত এবং ফাতেমা মাস্টার্স পর্যন্ত পড়ালেখা করেছেন।
এদিকে, মাদারীপুরের শিবচরে একটি পরিত্যক্ত ঘর থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে করেছে পুলিশ। গেলরাতে শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নের কালাইহাজী কান্দি গ্রামের একটি ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।