টাঙ্গাইলে বাস খাদে পড়ে নিহত ১ : আহত অন্তত ২০ জন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের কালিহাতিতে বাস খাদে পড়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত: ২০ জন।
আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ভোরে ভুঞাপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের যাদুরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মোহাম্মদ আলাউদ্দিন জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে বাসে থাকা একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাসটি সড়কের বাঁক ঘুরতেই নিয়ন্ত্রণ হারিয়ে খাদের পানিতে পড়ে যায়।