দুর্গোৎসবের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে ঝিনাইদহের প্রতিমা শিল্পীরা
- আপডেট সময় : ০৬:৪৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
বিধিনিষেধ শিথিল হওয়ায় দুর্গোৎসবের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে ঝিনাইদহের প্রতিমা শিল্পীরা। রাত-দিন পরিশ্রম করে নিপুণ হাতে তৈরি করছেন দেবী দুর্গাকে। করোনা পরিস্থিতিতে যেন স্বাস্থ্যবিধি উপেক্ষিত না হয় সে ব্যাপারেও প্রস্তুতি নিয়েছেন সংশ্লিষ্টরা।
শেষ মুহূর্তের ব্যস্ততা কারিগরদের। মনের মাধুরী মিশিয়ে ফুটিয়ে তুলছেন দূর্গা দেবীকে। পাশাপাশি চলছে লক্ষ্মী, স্বরস্বতী, গণেশ ও কার্তিকের প্রতিমা তৈরীর কাজ। কোন মন্ডপে চলছে কাঠামো তৈরী আবার কোথায় করা হচ্ছে মাটির কাজ। সনাতন ধর্ম্বাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব ঘনিয়ে আসায় ঝিনাইদহে যেন দম ফেলার ফুরসরত নেই প্রতিমা তৈরীর কারিগরদের।
ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলছে প্রতিমা তৈরির কাজ। দিন রাত এমন পরিশ্রমেও খুশি তারা মালাকার। দেবী দুর্গাকে সাজাতে ও নতুনত্বে চেষ্টার কোন কমতি নেই। বেড়েছে সবপ্রকার উপকরণের দাম। তাইতো এবার খরচ একটু বেশি।
স্বাস্থ্যবিধি মেনে দুর্গোৎসব পালনে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তার বিষয়ে প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানান পুলিশ সুপার।
এ বছর জেলায় ৪শ’ ৩২ টি মন্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপুজা। আগামী ১১ অক্টোবর ষষ্টীপুজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।