সুষ্ঠু নির্বাচনের জন্য ইসিকে সর্বাত্মক ক্ষমতা দেয়া হবে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০২:৪৯ অপরাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১
- / ১৫২০ বার পড়া হয়েছে
সুষ্ঠু নির্বাচনের জন্য ইসিকে সর্বাত্মক ক্ষমতা দেয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: মোহাম্মদ এনামুর রহমান।
দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগ সরকারের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান প্রতিমন্ত্রী। এ সময় স্থানীয় সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল, নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিক উপস্থিত ছিলেন।