প্রধানমন্ত্রীর ‘এসডিজি অগ্রগতি পুরস্কার’ বাংলাদেশের ইতিহাসে অনন্য অর্জন : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৯:০৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘এসডিজি অগ্রগতি পুরস্কার’ বাংলাদেশের ইতিহাসে অনন্য অর্জন হিসেবে মাইলফলক হয়ে থাকবে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।ওবায়দুল কাদের বলেন, দেশের মানুষ ভালো আছে বলেই মির্জা ফখরুল ইসলাম আলমগীররা ভালো নেই। রাজনীতিতে নেতিবাচক মানসিকতার কারণে বিএনপিই এখন নিজেদের ভালো থাকার পথে বাধা।
রাজনীতি ও সমসাময়িক বিষয়ে বুধবার গণমাধ্যমে ব্রিফং করেন আওয়ামী লীগ সাধারণ ওবায়দুল কাদের।
তিনি জানান. প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা’র নানা ক্ষেত্রে সফলতা অর্জনের পর টেকসই উন্নয়নের লক্ষ্যে দ্রুত এগিয়ে চলার ক্ষেত্রে যুগান্তকারী সাফল্যের জন্য এই বিশ্ব স্বীকৃতি দেওয়া হয়েছে।
ক্ষমতার মোহে অন্ধ বিএনপির মিথ্যাচার এখন রোজনামচায় পরিণত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তারা মানুষের ভালো থাকা পছন্দ করবে না এটাই স্বাভাবিক।
কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিয়ে বিএনপি নেতাদের অভিযোগের সমালোচনা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
এদিকে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। এ সময় তিনি বলেন সরকারের উন্নয়ন সহযোগী হচ্ছেন সাংবাদিকরা।
নির্দেশিকা তৈরি করে দ্রুত সময়ের মধ্যেই আইপি টিভির রেজিস্ট্রেশন দেয়া হবে বলেও জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী।