আসামি বহনকারী মাইক্রোবাসে সিলিন্ডার বিস্ফোরণে দুই পুলিশ কনস্টেবল দগ্ধ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
নোয়াখালীতে আসামি বহনকারী মাইক্রোবাসে এয়ার সিলিন্ডার বিস্ফোরণে দুই পুলিশ কনস্টেবল দগ্ধ হয়েছেন।
দুপুর ১২টায় বেগমগঞ্জ উপজেলার কেন্দুরবাগে এ দুর্ঘটনা ঘটে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সকালে নোয়াখালী জেলা কারাগার থেকে ৪ আসামি নিয়ে পুলিশ লক্ষ্মীপুর যাচ্ছিল। পথে বেগমগঞ্জের কেন্দুরবাগে আসামি এসকর্ট পার্টি বহনকারী হাইয়েস মাইক্রোতে এয়ার সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে গাড়িতে থাকা দুই পুলিশ সদস্য দগ্ধ হন। পুলিশ কনস্টেবল রাকেশ ও বসন্তের অবস্থা আশঙ্কাজনক। আসামিরা বর্তমানে বেগমগঞ্জ থানা হেফাজতে আছে।