ঝুঁকিপূর্ণ ঘোষণার পরও বগুড়ার ফতেহ আলী সেতু দিয়ে চলছে যানবাহন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১
- / ১৫২১ বার পড়া হয়েছে
প্রায় চার বছর আগে ঝুঁকিপূর্ণ ঘোষণার পরও, বগুড়া শহরের ফতেহ আলী সেতু দিয়ে চলছে যানবাহন। সড়ক বিভাগ বলছে, সেতুটি পুণঃ নির্মাণের উদ্যোগ নেয়া হচ্ছে। দুর্ভোগ কমাতে দ্রুত সেতু নির্মাণের দাবি জানিয়েছে স্থানীয়রা।
শহরের ভিতর দিয়ে বয়ে যাওয়া করতোয়া নদী বগুড়াকে দু’ভাগ করেছে। জেলার পাঁচ উপজেলায় ১০ লক্ষাধিক মানুষের শহরে চলাচলের প্রবেশ দ্বার ফতেহ আলী ব্রীজ। প্রায় ৬০ বছর আগে নির্মাণ করা হয়। ২শ’ ৩ ফুট দৈঘের এই ব্রীজটিকে চার বছর আগের ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ভারী যান চলাচল বন্ধ করে সড়ক বিভাগ।
মানুষ আর পণ্য পরিবহণে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে হাজারো মানুষকে।
তবে ব্রীজের নকশা করা হচ্ছে আর অনুমতি পেলে দ্রুত ব্রীজ নির্মাণের উদ্যোগ নেয়া হবে জানান সড়ক বিভাগের এই নির্বাহী প্রকৌশলী
দুর্ভোগ লাঘবে দ্রুত ব্রীজ নির্মাণের দাবি জানিয়েছে ভুক্তভোগীরা।