চাঁদপুর মাছঘাটে ইলিশ আমদানি বাড়লেও দাম কমছে না
- আপডেট সময় : ০৫:৩৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১
- / ১৫১৫ বার পড়া হয়েছে
চাঁদপুর মাছঘাটে ইলিশ আমদানি বাড়লেও, দাম কমছে না। ঘাটে প্রতিদিন দেড় থেকে দুই হাজার মণ ইলিশ আসছে। আমদানি আরো বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ীরা। তবে, ভারতে রপ্তানির কারণে দাম কমার কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তারা। এদিকে, আগামী ৪ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার।
বড় বড় ট্রলারে করে দৌলতখান, হাতিয়া, পটুয়াখালী অঞ্চল থেকে শত শত মণ ইলিশ চাঁদপুর মাছঘাটে এনে বিক্রি করেন জেলেরা। এতে ঘাটে বেড়েছে কর্মতৎপরতা। তবে মাছের আমদানি বাড়লেও দাম কমেনি ইলিশের। জানালেন আড়ৎদাররা।
ভরা মৌসুমেও দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে রয়েছে ইলিশ মাছ।
ঘাটে যে মাছ আসছে তার চেয়ে চাহিদা অনেক বেশি, পাশাপাশি ভারতে রপ্তানির কারণে দাম কমার কোন সুযোগ নেই। তবে ইলিশের আমদানি আরও বাড়বে বলে জানিয়েছেন ব্যবসায়ী নেতারা।
ইলিশ গবেষকরা বলছেন, আমাবশ্যা ও পূর্ণিমা ঘিরে ইলিশ মাছ সাগর মোহনা থেকে মিঠা পানি পদ্মা-মেঘনায় বিচরণ শুরু করে। এসময় তারা খাদ্য সংগ্রহের পাশাপাশি ডিম ছাড়াতে নদী অঞ্চলে যাতায়াত করে। ফলে বেড়ে যায় ইলিশের আমদানি।