বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করতে চট্টগ্রামের মিরসরাই এর বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমেদ কাইকাউস।
দুপুরে দেশের বৃহত্তম ইকোনমিক জোন চট্টগ্রামের মিরসরাই বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন- এ শিল্পনগর এর কাজ সম্পন্ন হলে এটি শুধু চট্টগ্রামে নয় সারা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা পালন করবে। তিনি আরো বলেন বঙ্গবন্ধু শিল্পনগরের কর্মকাণ্ড এখন দৃশ্যমান হচ্ছে আগামী দিনে এখানে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কামরুল হাসান, বেপজা নির্বাহী সদস্য পরিকল্পনা ও উন্নয়ন ইরফান শরীফ, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।