সাগরের অব্যাহত ভাঙ্গনে দিন দিন ছোট হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকত
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
সাগরের অব্যাহত ভাঙ্গনে দিন দিন ছোট হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকত। সাগর পাড়ে জরুরি রক্ষণাবেক্ষণ এর আওতায় জিও ব্যাগে বালি ভরে ফেলা হলেও ভাঙ্গন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।
বিকেলে সমুদ্র সৈকত এলাকা পরিদর্শন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। এ সময় মন্ত্রনণালয় এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, কুয়াকাটা সমুদ্র সৈকতের উন্নয়নে সাড়ে নয়’শ কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে। ইতিমধ্যে এই প্রকল্পের কারিগরি বিষয় নিয়ে বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের সাথে আলোচনা চলছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে বিশ্বের কাছে একটি দৃষ্টিনন্দন সৈকত হিসেবে কুয়াকাটার পরিচিত মিলবে বলে আশা করেন প্রতিমন্ত্রী।