স্কুল খোলার কারণে শিক্ষার্থীদের মাঝে করোনার সংক্রমণ বাড়ছে এমন কথার কোন ভিত্তি নেই
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
স্কুল খোলার কারণে শিক্ষার্থীদের মাঝে করোনার সংক্রমণ বাড়ছে এমন কথার কোন ভিত্তি নেই। তবে কিছু কিছু এলাকায় কয়েকজন শিক্ষার্থী করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছে। সেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরো সতর্ক হওয়ার নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল।
সকালে চট্টগ্রামের পাহাড়তলীতে বৃটিশ বিরোধী আন্দোলনের বীরকন্য প্রিতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবস উপলক্ষে তার আবক্ষ মুর্তিতে শ্রদ্ধা জানানোর পর এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আরো কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেয়া হয়েছে। এছাড়া বৃটিশ বিরোধী আন্দোলনসহ বাংলাদেশর প্রকৃত ইতিহাস শিক্ষার্থীদের পাঠ্যসুচীতে আন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।