ছুটির দিনে হাজারো পর্যটকের ঢল নেমেছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজারে
- আপডেট সময় : ০৭:২৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৯২ বার পড়া হয়েছে
সাপ্তাহিক ছুটির দিনে হাজারো পর্যটকের ঢল নেমেছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজারে। কানায় কানায় পরিপুর্ণ ৫ শতাধিক হোটেল-মোটেল গেস্ট হাউস। তবে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও রয়েছে হোটেল মালিকদের বিরুদ্ধে। করোনার ভিতি অনেকটা কাটিয়ে উঠার পাশাপাশি ছুটির দিনে ভ্রমনে আসা লক্ষাধিক পর্যটক ঘুরে বেড়াচ্ছেন মনের আনন্দে।
সমুদ্রের লোনা জলে গা ভাসানো আর বালুকা বেলায় দাঁড়িয়ে শেষ সুর্যাস্ত দেখাসহ প্রাকৃতিক সৌন্দর্য্যকে উপভোগ করতে কক্সবাজারে ছুটে আসেন হাজারো পর্যটক। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার সকাল থেকে পর্যটকে মুখর পৃথিবীর দীর্ঘতম সৈকত। অনাবিল আনন্দ আর বিশুদ্ধ উচ্ছ্বাসের যেন কমতি নেই তাদের।
ভ্রমনে আসা পর্যটকদের নিরাপত্তা ঝুঁকিসহ সব ধরনের দুর্ঘটনা এড়াতে সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন ও ট্যুরিস্ট পুলিশ। আর করোনাকালে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কাজ করছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। কক্সবাজার সমুদ্র সৈকত ছাড়াও পাথুরে সৈকত ইনানী, হিমছড়ি, রামু বৌদ্ধ মন্দির ও মহেশখালী আদিনাথ মন্দিরসহ সবগুলো পর্যটন স্পটে এখন লোকে লোকারন্য।