ভোলায় গভীর সমুদ্রে জাহাজের সংঘর্ষে মাছ ধরা ট্রলার ডুবে ২ জেলে নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
ভোলায় গভীর সমুদ্রে জাহাজের সংঘর্ষে মাছ ধরা ট্রলার ডুবে ২ জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় একজন এখনো নিখোঁজ রয়েছেন।
উদ্ধার হওয়া জেলেরা জানান, সকালে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় মনপুরার গিয়াসউদ্দিন মাঝির ট্রলারের সাথে একটি জাহাজের সংঘর্ষ হয়। এতে মাঝি ও জেলেসহ ট্রলারটি ডুবে যায়। এসময় ট্রলারে থাকা ১১ জেলের মধ্যে দুই জেলের মৃত্যু হয় ও এক জেলে নিখোঁজ রয়েছে। এছাড়া জীবিত ৮ জেলেকে উদ্ধার করা হয়েছে। নিহত দুই জেলে হলেন, রুবেল ও মাফু। মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ জেলেকে উদ্ধারে চেষ্টা চালানো হচ্ছে।