লোকসানে পড়ে ফুলের আবাদ কমিয়ে দিয়েছেন ঝিনাইদহের কৃষক
- আপডেট সময় : ০২:৪০:২০ অপরাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
লোকসানে পড়ে ফুলের আবাদ কমিয়ে দিয়েছেন ঝিনাইদহের কৃষক। গত দু’বছরের ব্যবধানে ফুলের আবাদ কমেছে অর্ধেকের বেশি। কৃষি বিভাগ বলছে, লকডাউন শিথিল হওয়ায় ফুল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে দেয়া হচ্ছে প্রশিক্ষণসহ নানা পরামর্শ। মহামারি করোনায় ঘন ঘন লকডাউনে বন্ধ ছিল সামাজিক, রাজনৈতিক অনুষ্ঠান। যে কারণে বিক্রি হয়নি উৎপাদিত ফুল।
জেলার কোটচাঁদপুর উপজেলার তালিনা গ্রামের মাঠ। ২ বছর আগেও গ্রামের এই মাঠে আবাদ হতো গাঁদা, রজনীগন্ধা, গ্লাডিওলাস, জারবেরাসহ নানা জাতের রঙ বে-রঙয়ের ফুল। কিন্তু বর্তমানে সেই জমিতে আবাদ করা হচ্ছে ধান, মরিচ, পটলসহ নানা জাতের সবজি। একই দৃশ্য পার্শবর্তী ইকরা, গান্না গ্রামের মাঠেও। কৃষকরা বলছেন, গত ২ বছর দফায় দফায় লকডাউনের কারণে বিক্রি হয়নি উৎপাদিত ফুল। জমিতেই নষ্ট হয়েছে কষ্টের ফসল। বার বার লোকসানের মুখে পড়ে তাই অন্য ফসল আবাদে ঝুঁকছেন তারা। এ অবস্থায় ফুলের আবাদ বৃদ্ধিতে সরকারের সহযোগিতা কামনা করেছেন তারা।
কৃষি বিভাগ বলছে, লকডাউন শিখিল হওয়ায় ফুলের আবাদ বৃদ্ধিতে বাজার ব্যবস্থাপনার পাশাপাশি কৃষকদের দেয়া হচ্ছে প্রয়োজনীয় পরামর্শ। ২০১৯ সালে জেলার ৬ উপজেলায় ফুলের আবাদ হয়েছিল ৩’শ ৮২ হেক্টর জমিতে। ২০২০ সালে তা কমে দাড়ায় ১’শ ৭০ হেক্টরে। এ বছর আবাদ আরও কমে দাড়িয়েছে ১’শ ৩০ হেক্টর জমিতে।