ঝালকাঠি ও গোপালগঞ্জে দুর্গোৎসবের প্রস্তুতি পুরোদমে এগিয়ে চলেছে
- আপডেট সময় : ০৫:৩৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
ঝালকাঠিতে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠানের প্রস্তুতি পুরোদমে এগিয়ে চলেছে। বাকি শুধু রং তুলির কাজ। গোপালগঞ্জের মন্দিরগুলোতে শুরু হয়েছে প্রতিমা তৈরীর কাজ। তাই ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পী ও আযোজকেরা।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূঁজার আর মাত্র অল্প কয়েকদিন বাকী।
পূঁজা মন্ডপগুলোতে চলছে প্রতিমা তৈরীর কাজ। বিভিন্ন অঞ্চল থেকে আশা প্রতিমা তৈরির শিল্পীরা এখন প্রতিমা তৈরির কাজে ব্যস্থ সময় কাটাচ্ছেন।
করোনা মহামারির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি মন্ডপে পূজার ব্যবস্থা করার কথা জানান আয়োজকরা।
জেলায় এবছর ১শ’ ৬৯টি পূজা মন্ডপ দুর্গা উৎসব অনুষ্ঠিত হবে।
এ বছর গোপালগঞ্জ জেলায় প্রায় ১২’শ ২৮টি মন্দিরে পুঁজা অনুষ্ঠিত হবে। তবে করোনাকালীন সময়ে চাহিদার তুলায় মজুরি কম পেলেও বাপ দাদার আদি পেশা টিকিয়ে রেখেছন তারা।
স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থীদের প্রতিমা ও পূঁজা দেখার ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন আয়োজকেরা।
সরকার ও পূজা উদডাপন পরিষদের নির্দেশনা মেনে পূঁজা আয়োজনের অনুরোধ জানিয়েছেন, পূঁজা উদযাপন পরিষদের এই নেতা।
এবছর মহাষষ্ঠীতে ঘোটকে চড়ে পৃথিবীতে আসবেন আর পূঁজার সকল আনুষ্ঠিকতা শেষে দোলায় চড়ে কৈলাশে ফিরবেন দেবী দূর্গা।