দেশের সমালোচনাকারীদের জাতি ঘৃণা জানাবে : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৩০:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
দেশের সমালোচনাকারীদের জাতি ঘৃণা জানাবে বলে মন্তব্য করেছেন প্রধানন্ত্রী শেখ হাসিনা। প্রবাসীদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশ এখন গর্ব করার জায়গায় পৌঁছেছে। অপপ্রচারের জবাবে তিনি বলেন, যারা নিজেরা চোর, তারা সবাইকে তাই মনে করে। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র প্রবাসীদের দেশে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী।
স্থানীয় সময় শুক্রবার বিকেলে নিউ ইয়র্কের ম্যারিয়ট হোটেলে যুক্তরাষ্ট্র প্রবাসীদের দেয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন বিশ্বের বিষ্ময়। সবার সাথে সুসম্পর্ক কারও সাথে বৈরিতা নয়- এই নীতির কারণে দেশের সামনে এখন সম্ভাবনার অবারিত দুয়ার খুলেছে।
নানা অপপ্রচারের জবাবও দেন বঙ্গবন্ধু কন্যা। বলেন, যারা দেশের উন্নয়ন চায় না, তারা জাতির কাছে ঘৃনিত হবে।
অনুষ্ঠানে প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী। দেশের উন্নয়নে তাদের আরও বেশি বিনিয়োগ করার আহ্বান জানান তিনি।
আগামীর উন্নত সমৃদ্ধ সোনার বাংলা গড়তে সবার সহযোগিতাও চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।