কক্সবাজারে হোটেলে এক নারী হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
গেলো ২০ সেপ্টেম্বর কক্সবাজারের একটি হোটেলে চাঞ্চল্যকর নারী হত্যা মামলার প্রধান আসামী সাগর মিজিকে গ্রেফতার করেছে রেব ১০।
রেব সদর দপ্তরের ইন্টেলিজেন্স উইংয়ের সহায়তায় রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে শনিবার তাকে গ্রেফতার করা হয়। ওই নারীকে গত ২০ সেপ্টেম্বর কক্সবাজারের “আমারী রিসোর্টে” নিয়ে আসে সাগর মিজি। পরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করলে, বাঁধা দেন তিনি। একপর্যায়ে সাগর হাতে থাকা গ্লাস দিয়ে নারীর মাথায় আঘাত করলে,তার মৃত্যু হয় বলে জানিয়েছে রেব।এর আগেও অন্তত ১০ জন নারীর সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পর্ক করে, তাদের শ্লীলতাহানিরও চেষ্টা করে সাগর মিজি। এ হত্যার ঘটনায় সাগর একাই জড়িত ছিলো বলে জানিয়েছে রেব।