২০ দলীয় জোটে গতি আনতে বিএনপিকে সক্রিয় হওয়ার তাগিদ
- আপডেট সময় : ০৮:১২:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
২০ দলীয় জোটের অস্তিত্ব নিয়ে সংশয়ে শরীক দলগুলো। নেতাদের দাবি, জোটের কার্যক্রমে গতি আনতে প্রধান দল বিএনপিকে আরো সক্রিয় হতে হবে। আর বিএনপি নেতারা বলছেন, করোনার কারণে কার্যক্রম সীমিত হলেও জোট এখনো কার্যকর। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, সরকার বিরোধী জোট নিয়েই বিএনপিকে সামনে চলতে হবে।
নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার পুনর্বহালের দাবিতে ২০১২ সালে চার দলীয় জোটকে সম্প্রসারণ করে বিএনপি। নিবন্ধিত-অনিবন্ধিত ১৪টি দল সঙ্গে নিয়ে গঠিত হয় ১৮ দলীয় জোট। ১৪ সালে নির্বাচনের পর আরো দুটি’কে অন্তর্ভূক্ত করে পরিনত হয় ২০ দলী জোটে।
নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার আন্দোলনে ব্যর্থতা ও ১৪ সালের নির্বাচনে অংশ না নেয়ার পাশাপাশি নানা ইস্যূতে শরীক দল ও বিএনপির মাঝে টানাপোড়েন দেখা দেয়। এরই মধ্যে জোট ছেড়ে গেছে তিনটি দল। দলীয় প্রধানদের অনেকে মারাও গেছেন।
১৮ সালের নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট ইস্যূতে ২০ দলীয় জোটে আরো সংকটে পড়ে। এ নির্বাচনে হারের পেছনে ঐক্যফ্রন্টকে দায়ী করছেন জোট নেতারা।
আন্দোলন প্রসঙ্গে ২০ দলীয় নেতাদের দাবি, বিএনপির সঙ্গে শরীকদের মতপার্থক্য, বলিষ্ঠ নেতৃত্বের অভাবে সফলতা আসেনি।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ২০ দলীয় জোট নিয়েও শঙ্কার কথা জানান কেউ কেউ।
তবে বিএনপি বলছে, করোনার কারণে জোটের কার্যক্রম সীমিত পরিসরে চলছে।
ভবিষ্যতে বলিষ্ঠ নেতৃত্ব সংকটে পড়লে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের আন্দোলন আবারো ব্যর্থ হতে পারে- এমনটা আশঙ্কা বিশ্লেষকদের।
জনগণকে সম্পৃক্ত করে আন্দোলনের জন্য প্রস্তুতি নেয়ার পরামর্শ দেন এই বিশ্লেষকের।