সকালে নিউইয়র্ক থেকে ওয়াশিংটন পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
- আপডেট সময় : ০১:১১:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬-তম অধিবেশন ও উচ্চ পর্যায়ের পার্শ্ব-আলোচনায় যোগদান শেষে সপ্তাহব্যাপী সরকারি সফর সমাপ্ত করে সকালে নিউইয়র্ক থেকে ওয়াশিংটন পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সফর সঙ্গীদের নিয়ে নিউইয়র্ক থেকে রওনা হয়ে স্থানীয় সময় সকাল ১০টা ৩ মিনিটে ওয়াশিংটন পৌঁছেন।
এর আগে নিউইয়র্কে এক অনুষ্ঠানে দেশের উন্নয়নের সমালোচনাকারীদের জাতি ঘৃণা জানাবে বলে মন্তব্য করেছেন প্রধানন্ত্রী শেখ হাসিনা। প্রবাসীদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশ এখন গর্ব করার জায়গায় পৌঁছেছে। অপপ্রচারের জবাবে তিনি বলেন, যারা নিজেরা চোর, তারা সবাইকে তাই মনে করে। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র প্রবাসীদের দেশে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, বাংলাদেশ এখন বিশ্বের বিষ্ময়। সবার সাথে সুসম্পর্ক কারও সাথে বৈরিতা নয়- এই নীতির কারণে দেশের সামনে এখন সম্ভাবনার অবারিত দুয়ার খুলেছে। নানা অপপ্রচারের জবাবও দেন তিনি । বলেন, যারা দেশের উন্নয়ন চায় না, তারা জাতির কাছে ঘৃনিত হবে।অনুষ্ঠানে প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী। দেশের উন্নয়নে তাদের আরও বেশি বিনিয়োগ করার আহ্বান জানান তিনি।