রোহিঙ্গা ইস্যুকে জিয়ে রেখে সরকার আন্তর্জাতিক মহলে সহমর্মিতা নেয়ার চেষ্টা করছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৯:১৪ অপরাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
রোহিঙ্গা ইস্যুকে জিয়ে রেখে সরকার আন্তর্জাতিক মহলে সহমর্মিতা নেয়ার চেষ্টা করছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যার ফলে রোহিঙ্গা ইস্যুতে ইতিবাচক কোনো সিদ্ধান্তও নিতে পারেনি। জাতিসংঘে খালেদা জিয়াকে নিয়ে মিথ্যাচার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
জাতীয়তাবাদী কৃষক দলের পূর্ণাঙ্গ কমিটি কে সাথে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি সাংবাদিকদের বলেন জাতিসংঘের অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রকৃত পরিস্থিতি তুলে না ধরে মিথ্যাচার করেছেন। রোহিঙ্গা প্রত্যাবর্তন ইস্যুতে কার্যকর কোন পদক্ষেপ নিতে পারেনি সরকার।
দ্রুত গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে কৃষকদল গণতন্ত্র পুনরুদ্ধারে বলিষ্ঠ ভূমিকা রাখবে এমন আশার কথা জানান বিএনপি মহাসচিব।