জননেত্রী শেখ হাসিনা শিশু পার্ক পরীক্ষামূলকভাবে জনসাধারণের জন্য খুলে দেয়া হয়েছে
- আপডেট সময় : ০১:৪৪:০৭ অপরাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
নামকরণ জটিলতায় দীর্ঘ ১৫ বছর আটকে থাকার পর, শেষ পর্যন্ত ‘জননেত্রী শেখ হাসিনা শিশু পার্ক’ পরীক্ষামূলকভাবে জনসাধারণের জন্য খুলে দেয়া হয়েছে। ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত অত্যাধুনিক প্রযুক্তির ১০টি রাইড নিয়ে সিলেটে যাত্রা করলো পার্কটি। সব ঠিকঠাক থাকলে অল্প দিনের মধ্যেই আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে এটি পুরোদমে চালু হবে বলে জানিয়েছে সিসিক কর্তৃপক্ষ।
২০০৬ সালে সিলেটের দক্ষিণ সুরমার আলমপুরে নদী তীরে একটি পার্ক নির্মান শুরু করে সিলেট সিটি কর্পোরেশন– সিসিক। শুরুতে সাবেক অর্থমন্ত্রী এম.সাইফুর রহমানের নামে হলেও, পরে সিলেট ন্যাচারাল পার্ক নামকরণের সিদ্ধান্ত হয়। কিন্তু, সব রাইড বসানোর পর দীর্ঘদিন পরিত্যক্ত থাকে পার্কটি। অবশেষে “শেখ হাসিনা শিশু পার্ক” নামকরণের মধ্য দিয়ে সব জটিলতা কাটিয়ে এটি উন্মুক্ত করার সিদ্ধান্ত নিলো সিসিক। এতে উচ্ছ্বসিত দর্শনার্থীরা।
পরীক্ষামূলক যাচাই-বাছাইয়ের পর প্রধানমন্ত্রীর নির্দেশনা পেলেই পার্কটি আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পার্কটি সিলেটের মানুষের বিনোদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করে সিটি মেয়র।
জনবহুল সিলেট নগরীতে ব্যয়বহুল এই পার্কটির রক্ষণাবেক্ষণে কর্তৃপক্ষকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে বিনোদনপ্রেমীরা।