জামালপুরগামী কমিউটার ট্রেনে ডাকাতির ঘটনায় পাঁচজন গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৫৫:১৫ অপরাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
গেল বৃহস্পতিবার ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী কমিউটার ট্রেনে ডাকাতি এবং দুই যাত্রী নিহতের ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছে রেব।
গত রাতে নগরীর শিকারীকান্দা থেকে আশরাফুল ইসলাম স্বাধীনকে গ্রেফতারের পর তার কথামত অন্যদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা জানায়, কমলাপুর রেলস্টেশন থেকে পেশাদার চার ডাকাত প্রথমে ট্রেনে ওঠে। পরে রিশাদ, হাসান এবং স্বাধীন টঙ্গী স্টেশনে ওই চারজনের সাথে যুক্ত হয়। গ্রেফতারকৃত আসামীদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি। গ্রেফতারকৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, লুণ্ঠিত মোবাইল ও টাকা উদ্ধার করা হয়।