নড়াইলে ৪ জন শিক্ষক ও এক শিক্ষার্থী করোনায় আক্রান্ত
- আপডেট সময় : ০৩:৫৯:১০ অপরাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
নড়াইলের দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ৪ জন শিক্ষক ও এক শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে একজন শিক্ষক হাসপাতালে এবং অন্যান্যরা সবাই বাড়িতে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়, লোহাগড়া উপজেলার ৩৩নং হান্দলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তিনজন সহকারী শিক্ষক করোনায় আক্রান্ত হন। এদের মধ্যে নাঈম পারভেজ মনি লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এছাড়া সহকারী শিক্ষক জান্নাত আরা যুথী ও স্বপ্না রানী পাল বাড়িতে চিকিৎসাধীন রয়েছে। এছাড়া নড়াইল দক্ষিণপূর্ব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সালমা ইয়াসমিন ও একই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র তাহমিদ আহমেদ করোনায় আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন রয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ হুমায়ুন কবীর জানান, দুটি স্কুলে আরো সতর্কতা অবলম্বন করা হয়েছে। এদিকে, স্বাস্থ্যবিধি মেনে পাঠদান চালু রাখা হয়েছে।