রাষ্ট্রদ্রোহ মামলায় আদালতে আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন মিনু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:২৫:২৭ অপরাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
রাষ্ট্রদ্রোহ মামলায় আদালতে আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রাজশাহী মহানগর সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল ও সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন।
রাজশাহী মহানগর দায়রা জজ আদালত তাদের জামিন মঞ্জুর করে। এর আগে, গত ২ মার্চ রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশে প্রধানমন্ত্রীকে নিয়ে বক্তব্য দেয়ায় দলটির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মিজানুর রহমান মিনু, মোসাদ্দেক হোসেন বুলবুল ও শফিকুল হক মিলনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেন মহানগর আওয়ামী লীগের এক নেতা। পরে ৩১ মার্চ তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এ মামলায় গত ২৬ আগস্ট উচ্চ আদালত থেকে চার সপ্তাহের আগাম জামিন পান মিনু, বুলবুল ও মিলন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন রাজশাহী মহানগর বিএনপির এই শীর্ষ তিন নেতা।