বৈঠকের নামে সহিংসতার ছক কষলে বিএনপি আবারও পিছিয়ে যাবে : কাদের
- আপডেট সময় : ০৮:১৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
সিরিজ বৈঠকের নামে সহিংসতার ছক কষলে বিএনপি আবারও পিছিয়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে বঙ্গবন্ধু এভিনিউতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনায় এ মন্তব্য করেন তিনি। দেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার বিকল্প কে, বিএনপি নেতাদের উদ্দেশ্যে এমন প্রশ্ন রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জনগণ কখনোই পলাতক আসামিকে নেতা হিসেবে মেনে নেবে না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটি আলোচনায় সভা ও দোয়ার আয়োজন করে।
এতে অংশ নিয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সততার রাজনীতির বিরল দৃষ্টান্ত বঙ্গবন্ধু পরিবার।
বিএনপি আন্দোলন করে সরকার হঠানোর দিবাস্বপ্ন দেখছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির চেয়ারম্যান কৃষিবিদ ডক্টর মির্জা আবদুল জলিলের সভাপতিত্বে আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা।
দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আলোকচিত্র অ্যালবামের মোড়ক উন্মোচন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন জীবন্ত কিংবদন্তি।
প্রধান তথ্য কর্মকর্তা শাহেনুর মিয়ার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেন।