করোনার টিকা না নেয়া পর্যন্ত শ্রেণী কক্ষে যেতে পারবে না যশোরের সহস্রাধিক শিক্ষক
- আপডেট সময় : ০১:৪৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
করোনার টিকা না নেয়া পর্যন্ত শ্রেণী কক্ষে যেতে পারবে না যশোরের সহস্রাধিক শিক্ষক। টিকা গ্রহণ না করার যৌক্তিক কারণ দেখাতে না পারলে ওইসব শিক্ষকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা বলছে জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস।
টানা প্রায় ১৮ মাস বন্ধ থাকার পর সারাদেশের সাথে একযোগে খুলেছে যশোরের সকল স্কুল-কলেজ। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ ছিল, শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগে শিক্ষকদের করোনার টিকা গ্রহণ করতে হবে। কিন্তু জেলার এক হাজার ১শ’ ৭২জন শিক্ষক এখনও টিকা গ্রহণ করেনি। শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকির কথা মাথায় রেখে তাদেরকে পাঠদান থেকে বিরত রাখে শিক্ষা অফিস। এছাড়া শিক্ষকদের টিকা গ্রহণ না করার যৌত্তিক কারণ দেখাতে ব্যর্থ হলে নেয়া হবে আইনী ব্যবস্থা।
তবে নিবন্ধন করেও ফিরতি বার্তা না পওয়ায় টিকা গ্রহণ করতে পারেননি বলে জানান শিক্ষকরা। বাদ পড়া শিক্ষকদের পাশাপাশি সকল শিক্ষার্থীদের দ্রুত টিকা দেয়ার পরামর্শ অভিভাবকদের। তবে টিকা না নিলেও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পাঠদান করালে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুকি থেকে মুক্ত থাকবেন বলে মনে করেন সিভিল সার্জন। টিকা গ্রহণে ব্যর্থ শিক্ষকদের মধ্যে প্রাথমিকের ৪শ’ ৯০ জন ও মাধ্যমিকের ৬শ’ ৮২জন শিক্ষক রয়েছেন বলে জানা যায়।