দেশের আলোচিত ইসলামিক বক্তা কাজী মুফতি ইব্রাহীমকে গতকাল রাতে গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
দেশের আলোচিত ইসলামিক বক্তা কাজী মুফতি ইব্রাহীমকে গতকাল রাতে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
জানা গেছে, জিজ্ঞাসাবাদের জন্য মুফতি কাজী ইব্রাহীমকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গত রাত ২টার পর ডিবির একটি বিশেষ দল মোহাম্মদপুর কলেজ রোডের বাসা থেকে ইব্রাহীমকে আটক করে। তাকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে গত রাতে মোহাম্মদপুরের বাসায় সন্ত্রাসী হামলার অভিযোগ এনে ফেসবুকে তার নিজস্ব পেজে একটি স্ট্যাটাস দেয় মুফতি ইব্রাহীম। স্ট্যাটাসে আলোচিত এই ইসলামিক বক্তা একটি অডিও বার্তা প্রকাশ করেন। সেখানে তিনি বলেন, মোহাম্মদপুরের লালমাটিয়ার জাকির হোসেন রোডের একটি বাসায় তার স্ত্রী-সন্তানসহ সন্ত্রাসীদের হামলার স্বীকার হয়েছেন।