জেলেদের শিকারের উপর নির্ভর করে বরিশালের মোকামে ইলিশের দাম উঠা-নামা করছে
- আপডেট সময় : ০১:৫৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৫০ বার পড়া হয়েছে
জেলেদের শিকারের উপর নির্ভর করে বরিশালের মোকামে ইলিশের দাম উঠা-নামা করছে। এর সাথে নতুন করে যুক্ত হয়েছে ভারতে ইলিশ রপ্তানি।এতে করে কেজিতে ইলিশের দাম বেড়েছে একশ’টাকা। তাছাড়া আগের চেয়ে মোকামে ইলিশ আমদানি কমায় প্রতিনিয়তই দাম বাড়ছে। আগামী ৪ অক্টোবরের আগ পর্যন্ত ইলিশের দাম কোনভাবেই কমবে না বলে নিশ্চিত করেছেন আড়তদাররা।
মৌসুম শুরুর পর থেকেই অবস্থা খুব খারাপ চলছিল। জেলেদের জালে ইলিশ ধরা না পড়ায় আড়তেও তেমন ইলিশ ছিল না। তবে কিছুদিন ধরে ইলিশ আসা শুরু করেছে আড়তে। বিশেষ করে গত ২১ সেপ্টেম্বর থেকে যেভাবে ইলিশ আসছে তাতে করে পূর্বের ঘাটতি মিটবে না। তবে এভাবে চলতে থাকলে কিছুটা ঘুরে দাঁড়াতে পাড়বেন আড়তদাররা। তাছাড়া এখন যে ইলিশ আসছে তার সাইজও ভালো। সোয়া দুইকেজি ওজনের ইলিশ পর্যন্ত পাওয়া গেছে। প্রতিদিন গড়ে মোকামে ইলিশ আসছে এক হাজার মণ।
ভারতে ইলিশের রপ্তানী অপেশাদারদের দেয়ায় পেশাদার ইলিশ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হয়েছে বলে দাবি করেছেন বরিশাল থেকে একমাত্র রপ্তানীকারক নীরব হোসেন টুটুল। জাটকা ও মা ইলিশ নিধন বন্ধসহ নানা ধরনের সরকারি কার্যক্রম বাস্তবায়ন করায় প্রতি বছর বাড়ছে ইলিশের উৎপাদন, বললেন মৎস্য দপ্তরের এ কর্মকর্তা। সোমবার মোকামে ১ কেজি ২শ’ গ্রাম ওজনের প্রতি মণ ইলিশ পাইকারি ৫২ হাজার টাকা, ১ কেজি ওজনের মণ ৪৮ হাজার, রপ্তানিযোগ্য এলসি সাইজ ৬শ’ থেকে ৯শ’ গ্রাম প্রতি মণ ৩৮ হাজার, ৪শ’ থেকে সাড়ে ৫শ’ গ্রাম ওজনরে প্রতি মণ ২৩ হাজার এবং আড়াইশ’ থেকে সাড়ে ৩শ’ গ্রাম ইলিশ মাছ প্রতি মণ ১৪ হাজার টাকায় বিক্রি হয়েছে।