গিনেস বুকে স্থান পেলো সাভারের খর্বাকৃতির গরু রানী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৭১ বার পড়া হয়েছে
মৃত্যুর ৩৯ দিন পর অবশেষে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেলো সাভারের আশুলিয়ার চারিগ্রাম এলাকার শিকড় এগ্রো ফার্মের বিশ্বের সব্বোচ্চ খর্বাকৃতি গরু রানী।
শিকড় এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাজী মোহাম্মদ আবু সুফিয়ান বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, গেলো ২৩ সেপ্টেম্বর আমরা গিনেস কর্তৃপক্ষের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে রেকর্ড জয়ের ইমেইল পেয়েছি, পরবর্তীতে সোমবার রানী’র নাম গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ডের ওয়েবসাইটে বিশ্বের সবচেয়ে ছোট গরু হিসেবে অন্তর্ভূক্ত করা হয়েছে। এর আগে অসুস্থ্য হওয়ার পর গত ১৯ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় সাভার উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তার কার্যালয়ে গরুটি মারা যায়।