প্রধানমন্ত্রীর জন্মদিনে ৬৬ লাখ ২৫ হাজার ডোজ টিকাদান
- আপডেট সময় : ০১:২১:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে বিশেষ কর্মসূচীর আওতায় ৬৬ লাখ ২৫ হাজার ডোজের বেশি করোনা ভাইরাসের টিকা দেয়া হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে শুরু এ বিশেষ টিকাদান কার্যক্রম চলে দিনভর।
মঙ্গলবার বিশেষ কর্মসূচীর বাইরে নিয়মিত টিকাদান কর্মসূচীতে দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৮৬৯ জন ।মঙ্গলবার সব মিলিয়ে দেশে ৬৭ লাখ ৫৮ হাজার ৯২২ ডোজ টিকার প্রয়োগ হয়েছে, বাংলাদেশে একদিনে করোনা ভাইরাসের টিকাদানের এটাই রেকর্ড। সারাদিনের টিকাদানের তথ্য একত্রিত করে মধ্যরাতে সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বিশেষ টিকাদান কর্মসূচীর আওতায় ৬৬ লাখ ২৫ হাজার ১২৩ ডোজ টিকা দেয়া হয়েছে। মঙ্গলবারের প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিশেষ কর্মসূচির আওতায় দেশে ৭৫ লাখ ডোজ টিকা দেয়ার লক্ষ্য ঠিক করে স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার সকাল ৯টা থেকে ৪ হাজার ৬শ’ ইউনিয়ন, ১ হাজার ৫৪টি পৌরসভা, সিটি করপোরেশনের ৪৪৩টি ওয়ার্ডে নির্ধারিত কেন্দ্রে একযোগে টিকা দেয়া হয়।