নিয়োগ-রক্ষণাবেক্ষণ, টিকিট কেনাবেচাসহ বিমানের প্রায় সব ক্ষেত্রেই দুর্নীতি
- আপডেট সময় : ০২:১৭:৪১ অপরাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
নিয়োগ-পদোন্নতি, লিজ নবায়ন, রক্ষণাবেক্ষণ, ওভারহোলিং, জিএসএ, গ্রাউন্ড সার্ভিস, কার্গো পরিবহণ, টিকিট কেনাবেচাসহ বিমানের প্রায় সব ক্ষেত্রেই দুর্নীতি আর অনিয়ম। পাশাপাশি গুরুত্বপূর্ণ পদে অনভিজ্ঞদের পদায়নে বিপাকে পড়েছে রাষ্ট্রীয় সংস্থাটি-এমন অভিমত বিশেষজ্ঞদের। তবে বেসবামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী মনে করেন, বিমানে দুর্নীতি অনিয়ম অনেকটা কমেছে।
গণমাধ্যমের লাল-কালো-শিরোনাম বলছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অনিয়ম-দুর্নীতি চমর পর্যায়ে পৌঁছেছে। পুকুর চুরি নয়-এখাতে সাগর চুরির মতো ঘটনা ঘটছে বছরের পর বছর ধরে।কিন্তু বিচারের দীর্ঘসুত্রিতায় আইনের মারপ্যাচে বেরিয়ে যাচ্ছে অপরাধীরা।
২০১৯ সালের শেষদিকে দুর্নীতিমুক্ত করতে ক্রাশ প্রোগ্রামে বিমানের তৎকালীন এমডিসহ ৫০জনকে বহিষ্কার, ওএসডি এবং চাকরিচ্যুত করা হয়। আর এসব দুর্নীতিবাজদের বিষয়ে অনুসন্ধান করছে দুদক।
তারপর মাত্র ৯ মাসে বিমান লাভ করে ৪৬০ কোটি টাকা। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই সবকিছু লন্ডভন্ড করে দিয়ে আবারও টিকিট বিক্রিতে যুক্ত হয় অভিযুক্ত এজেন্সিগুলো।
যাত্রীদের অভিযোগ সরেজমিনে দেখতে মতিঝিল বলাকা ভবনের দিকে যাত্রা এসএটিভি অনুসন্ধ্যান টিমের। বলাকার সামনে গিয়েই দেখা মেলে জসিমউদ্দিন নামে এক প্রবাসীর। তিনি জানান, বাংলাদেশ এয়ারলাইন্স মানি ভোগান্তি।
এমন অভিযোগ টিকিট প্রত্যাশী সব যাত্রীর। তারা বলছেন, বাড়তি টাকা দিলে বিমানে সব মেলে। যাত্রীদের এমন বক্তব্য শুনে বিমান অফিসের কর্মচারীরা যাত্রীদের থামিয়ে নাজেহালেরও চেষ্টা করে।
বিশেষজ্ঞরা বলছেন..বিমানে টিকিট ভোগান্তি আর তা এজেন্সি মালিকদের জোগসাজশে করা হয়। যার কারণে অনলাইনে টিকেটিং বন্ধ রাখা হয়েছে। বিমানের কার্গোতেও দুর্নীতি কিভাবে হয় তার অনুসন্ধানে গেলেই প্রথমে বাধার সম্মুখিন হতে হয় এসএটিভি অনুসন্ধান টিমকে।
অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ড. জামালা উদ্দিন আহমেদ এবং রিজেন্ট এয়ারওয়েজের প্রধান নির্বাহী আশিশ রায় চৌধুরী জানান, বিমানের সবচেয়ে বেশি দুর্নীতি হয় ইঞ্জিনিয়ারিং, কার্গো এবং টিকেট বিক্রিতে। বিমানের দুর্নীতি অনিয়ম নিয়ে এসএটিভি অনুসন্ধান টিম মুখোমুখি বেসবামরিক বিমান পরিবহণ ও পর্যটনপ্রতিমন্ত্রীর। এ সময় তিনি বলেন, তার যোগদানের পর থেকে দুর্নীতি কমেছে।