সংবিধান অনুযায়ী সংসদ নির্বাচনে আসতে হবে
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৯:২২ অপরাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
বিএনপির নেতারা যদি নিজেদের বাংলাদেশের নাগরিক মনে করেন,তাহলে সংবিধান অনুযায়ী সংসদ নির্বাচনে আসতে হবে,এমন মন্তব্য করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদে পলক।
ঢাকা রিপোটার্স ইউনিটিতে মিট দ্যা রিপোটার্স যোগ দেন তিনি । বলেন, করোনা মহামারির সময়ে ডিজিটাল বাংলাদেশের সুফল পেয়েছে দেশবাসী।
ই-কমার্স খাতের জালিয়াতির বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে একটি সঠিক গাইডলাইন প্রস্তুত করা দরকার।ব্যাংকগুলোর আর্থিক লেনদেন আরো স্বচ্ছ করার বিষয়ে সরকার কাজ করছে বলে জানান জুনায়েদ আহমদ। জানান, বিভিন্ন অফিস আদালতের কাজ পেপারলেস করার বিষয়েও কাজ চলছে। বর্তমান সরকারের অধীনে বিএনপি কোন নির্বাচনে যাবেনা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এমন মন্তব্যের জবাব দেন সরকারের এই প্রতিমন্ত্রী।