গাইবান্ধায় মন্ডপে মন্ডপে ব্যস্ত প্রতিমা শিল্পীরা
- আপডেট সময় : ০৫:৫৫:১৪ অপরাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে গাইবান্ধায় মন্ডপে মন্ডপে ব্যস্ত প্রতিমা শিল্পীরা। প্রতিমা তৈরির কাজ শেষ, বাকি তুলির আচঁড়। এ বছর মহামারি করোনার কারণে সরকারি নির্দেশনা অনুসরণ করে উদযাপিত হবে পূজা। চাঁদপুরের মন্দিরগুলোতে চলছে ব্যাপক প্রস্তুতি। রাতদিন পরিশ্রম করে পুরোদমে চলছে দেবী দূর্গার প্রতিমা তৈরির কাজ।করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি নিশ্চিতে ও নিরাপত্তা জোরদারে সকল প্রস্তুতি নিয়েছেন সংশ্লিষ্টরা।
গাইবান্ধার সাত উপজেলায় মন্ডপ গুলোতে ইতোমধ্যে প্রতিমা তৈরির কাজ শুরু হলেও বাকী আছে শেষ মুহূর্তের প্রস্ততি। যে কারণে কারিগররা ব্যস্ত সময় পার করছেন। যদিও এ বছরে করোনার কারণে প্রতিমা তৈরির মজুরি বিগত বছরের তুলনায় কম পাচ্ছে বলে জানান কারিগররা।
সদরসহ ৭ উপজেলায় ৬৩৮টি মন্ডপে দুর্গাপূজার আয়োজন হয়। এবার দেবী দুর্গা ঘটকে আগমন আর দোলায় যাবেন।
সরকারি নির্দেশনা মেনে পূজার আয়োজনে সব ধরনের সহযোগিতার কথা জানান জেলা পুলিশ সুপার।
আগামী ১১ অক্টোবর মহালয়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু এবং বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জ্জনের মধ্য দিয়ে শেষ হবে ১৫ অক্টোবর ।
পূজার আর মাত্র অল্প কয়েকদিন বাকি। তাই চাঁদপুরে দেবী দুর্গাকে সাজাতে চলছে রং তুলির কাজ। দেবী দূর্গাকে ফুটিয়ে তুলতে ব্যস্ত প্রতিমা শিল্পীরা।
কারিগররা জানান, গত ২ বছর করোনায় ক্ষতিগ্রস্ত হলেও সরকারি কোন সহায়তা পাননি এসব মৃৎ শিল্পীরা। তাই সরকারি সহায়তার দাবি জানান তারা।
কেন্দ্রীয় কমিটির ১৮ টি নির্দেশনা মেনে পূজা উদযাপন করা হবে বলে জানান সংশ্লিষ্টরা।
দুর্গা পূজাকে ঘিরে বাড়তি নিরাপত্তার কথা জানান পুলিশ সুপার।
এ বছর চাঁদপুরের ৮টি উপজেলায় ২১১টি মন্ডপে দুর্গা পূজা উদযাপন হবে।