দূর্গাপূজা উপলক্ষে পঞ্চগড়, সিরাজগঞ্জ ও নাটোরে চলছে প্রতিমা তৈরির কাজ
- আপডেট সময় : ০৫:৪৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১
- / ১৭৮১ বার পড়া হয়েছে
শারদীয় দূর্গাপূজা উপলক্ষে পঞ্চগড়, সিরাজগঞ্জ ও নাটোরের মণ্ডপগুলোতে চলছে প্রতিমা তৈরির কাজ। প্রতিমা তৈরীতে দিনরাত ব্যস্ত মৃৎশিল্পীরা। কিছু মণ্ডপে প্রতিমা তৈরীর কাজ শেষ হলেও বাকি আছে রং-তুলির কাজ। প্রতিমাগুলো সাজাতে অপেক্ষা শিল্পীদের।
আর ক’দিন পরই শুরু হবে হিন্দু ধর্মাবলম্বীদের সবচে বড় উৎসব শারদীয় দুর্গা পূজা। এ উপলক্ষে পঞ্চগড়ের মন্ডপগুলোতে চলছে সাজ সাজ রব। ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পী ও আয়োজকরা।
প্রতিমা শিল্পরা বলছেন, বিশ্ব ব্যাপী করোনা মহামারীর কারণে এবার প্রতিমা তৈরী করে তেমন একটা লাভ হচ্ছেনা। বংশগত ঐতিহ্য টিকিয়ে রাখতে অর্ধেক মুজুরিতে তারা এবার প্রতিমা তৈরি করছেন।
সরকারি নির্দেশনা মেনে এবার জেলায় পূজা উদযাপন করবেন বলে জানালেন পূজা উদযাপন কমিটির এ নেতা।
সিরাজগঞ্জের প্রতিমা কারিগররা এখন ব্যাস্ত সময় পার করছেন। এখানকার পাল ও কুমার বাড়ির ছেলে-বুড়ো, নারী-পুরুষ, স্কুল-কলেজগামীরা রাত-দিন পরিশ্রম করছেন ভক্তদের চাহিদা অনুযায়ি প্রতিমা তৈরি করতে।
নাটোরে এবছর ৩৮২ টি পুজা মন্ডপে শারদীয়া দূর্গা পুজা অনুষ্ঠিত হবে। তাই সামান্য অবসর নেই এখন প্রতিমা তৈরীর কারিগর ও সাজসজ্জা শিল্পীদের।
প্রতিমা তৈরীর শুরু থেকেই নিরাপত্বা বলয় তৈরী করেছে পুলিশ। পূজার শুরুর দিন থেকে ৪ স্তরের নিরাপত্তা ব্যাবস্থা রয়েছে।
আগামী ১১ অক্টোবর মহালয়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু এবং বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জ্জনের মধ্য দিয়ে শেষ হবে ১৫ অক্টোবর।