আওয়ামী লীগের অধীনে নির্বাচন নয় : মির্জা আব্বাস
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের অধীনে আর কোনো নির্বাচনে যাবে না বিএনপি। সরকারকে পদত্যাগ করেই নির্বাচন দিতে হবে। তা নাহলে দেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিলেন বিএনপি নেতা মির্জা আব্বাস। তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে কোন স্বাধীন নির্বাচন কমিশন গঠনও সম্ভব নয়।
ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফাতিহা পাঠ ও দোয়া অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় মীর্জা আব্বাস আরো বলেন, বর্তমান নির্বাচন কমিশনও ভূয়া। এই কমিশনকে বিএনপি আমলেই নেয় না। আওয়ামী লীগ আর বেশিদিন ক্ষমতায় নেই উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, জনগণের মুখে মুখে এখন কেবল বিএনপি’র নাম। বিএনপিকে নিয়ে আওয়ামী লীগকে আর না ভেবে, নিজেদের চর্কায় তেল দেয়ার পরামর্শ দেন তিনি।