বিএনপির নির্বাচন ঠেকানোর জবাব দেয়া হবে : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:২১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
বিএনপির নির্বাচন ঠেকানোর দাম্ভিকতার জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় এ হুঁশিয়ারি দেন তিনি। নিরপেক্ষ সরকারের দাবি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিএনপি’র অতীত ভাষ্য অনুযায়ী- পাগল আর শিশু ছাড়া যেহেতু কেউ নিরপেক্ষ নয়, তাই তাদের নামই দলটির প্রস্তাব করা উচিত।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনা সভা ও ভার্চ্যুয়াল চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এ সময় তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করুক আর না করুক, সংবিধান অনুযায়ী যথাসময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।
আগামী নির্বাচনে নিরপেক্ষ সরকার নিয়ে বিএনপির দাবী প্রসঙ্গেও কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মময় জীবন থেকে শিক্ষা নিতে দলের নেতাকর্মীদের আহবান জানান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম।
এর আগে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অনুষ্ঠিত হয় ভার্চূয়াল থ্রি-ডি চিত্র প্রদর্শনী।