সাঙ্গু নদীতে বালু তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৭ জন গুলিবিদ্ধ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
চট্টগ্রামের সাতকানিয়ায় সাঙ্গু নদী থেকে বালু তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৭ জন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছে।
দুপুরে চরতী ইউনিয়নের তুলাতলী গ্রামের একটি বালুমহালে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, বালু মহালের নিয়ন্ত্রণ নিয়ে বেশকিছু দিন ধরে স্থানীয় দুই গ্রুপের মধ্যে উত্তেজনা চলছিলো। একপর্যায়ে দুপুরে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্তে হলে ৭ জন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে নুরুল হাসান নামের একজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে চিকিৎসকেরা। সংঘর্ষের পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।