পর্যটকের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১ অক্টোবর ২০২১
- / ১৫১৮ বার পড়া হয়েছে
পর্যটকের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। সাথে স্থানীয়দের উপস্থিতিও বেশ লক্ষনীয়।
শুক্রবার ছুটির দিনে সৈকত শহরে অবস্থান করছেন হাজারো পর্যটক। বলছেন-সংশ্লিষ্টরা। পরিবারের প্রিয় মানুষদের সাথে বালিয়াড়িতে দৌড়ঝাঁপ, সমুদ্র স্নান, মেরিন ড্রাইভ ভ্রমণ, সূর্যাস্ত দেখাসহ আনন্দমুখর সময় পার করছেন তারা। সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট, লাবণী, কলাতলী ও কবিতা চত্বর বীচ পয়েন্টে হাজার হাজার পর্যটকদের উপস্থিতি দেখা গেছে। জেলা প্রশাসন ও ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে সৈকতে আসা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।