১৪ শিক্ষার্থীর চুল কেটে দেয়ার অভিযোগে শিক্ষক ফারহানা ইয়াসমিনকে সাময়িক বরখাস্ত
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১ অক্টোবর ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার হলে ১৪ শিক্ষার্থীর চুল কেটে দেয়ার অভিযোগ ওঠা সেই শিক্ষক ফারহানা ইয়াসমিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। গতকাল বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ১৬তম বিশেষ সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান লায়লা ফেরদৌস বলেন, ‘চুল কেটে দেয়া ছাড়াও ওই শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিষয়ে ব্যক্তিগত আক্রমণ ও খারাপ আচরণের একাধিক অভিযোগ পাওয়া গেছে। সব অভিযোগ তদন্ত করা হচ্ছে।