পর্যটন কেন্দ্র খুলে দেয়ায় পর্যটন জেলা মৌলভীবাজারের বিভিন্ন স্পট পর্যটকদের পদচারণায় মুখরিত
- আপডেট সময় : ০১:৪১:২২ অপরাহ্ন, শুক্রবার, ১ অক্টোবর ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
পর্যটন কেন্দ্র খুলে দেয়ায় পর্যটন জেলা মৌলভীবাজারের বিভিন্ন স্পট পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। শ্রীমঙ্গলের কাশ বনেও বেড়েছে ভ্রমন পিপাসুদের ভিড়। কর্তৃপক্ষ বলছে,পর্যটকদের ভ্রমণ নিরাপদ ও আনন্দময় করতে কাজ করছেন পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
দুই পাশে সবুজ চায়ের বাগান। মাঝখান দিয়ে বয়ে চলেছে দৃষ্টিনন্দন পাহাড়ি ছড়া। এ ছড়ার কোল ঘেঁষে জেগে ওঠা বালুচরে ফুটেছে শরতের বার্তা নিয়ে আসা কাশফুল। ছড়ার পাশে প্রায় এক কিলোমিটার জায়গা এখন কাশফুলের শুভ্র চাদরে ছেয়ে গেছে। কাশফুল দেখতে ও ফুলের সঙ্গে নিজেদের ছবি তুলতে নানা বয়সের মানুষ এখন ছুটে যাচ্ছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভানুগাছ সড়কের পাশের এই কাশফুলের বালুচরে।
পর্যটন কেন্দ্র খুলে দেয়ায় এ জেলায় আসতে শুরু করেছেন পর্যটকরা। সামাজিক দূরত্ব বজায় রেখে পর্যটন স্পট উপভোগ করতে নেয়া হয়েছে নিরাপত্তা।
করোনাকাল কাটিয়ে আবারও সব কিছু স্বাভাবিক হবে। এমন প্রত্যাশায় পর্যটক ও এর সাথে সম্পৃক্তদের।