রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে হত্যার ঘটনায় সেলিম উল্লাহ নামে এক রোহিঙ্গা যুবককে আটক
- আপডেট সময় : ০৬:৪০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১ অক্টোবর ২০২১
- / ১৬৬৩ বার পড়া হয়েছে
কক্সবাজারে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে হত্যার ঘটনায় সেলিম উল্লাহ ওরফে লম্বা সেলিম নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। সকালে ৬ নম্বর ক্যাম্প থেকে তাকে আটক করা হয়।
এপিবিএন-এর অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক জানান, রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহ হত্যার ঘটনায় জড়িত সন্দেহে সেলিম নামে ওই যুবককে আটক করা হয়। পরে তাকে উখিয়া থানায় হস্তান্তর করেছে এপিবিএন। এর আগে ৩০ সেপ্টেম্বর উখিয়া থানায় নিহতের ছোট ভাই হাবিবুল্লাহ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটিতে অজ্ঞাতদের আসামী করা হয়। জড়িতদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, রোহিঙ্গা ক্যাম্পজুড়ে এখনো থমথমে পরিবেশ বিরাজ করছে। পরিস্থিতি মোকাবেলায় মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর অতিরিক্ত সদস্য। গতকাল বিকেলে কুতুপালং লম্বাশিয়া ক্যাম্পে জানাজা শেষে দাফন করা হয় মুহিবুল্লাহর মরদেহ। বুধবার রাতে নিজ কার্যালয়ে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন শীর্ষ এই রোহিঙ্গা নেতা।