বিভিন্ন পদে নিয়োগ দিয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে তিন প্রতারককে গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১ অক্টোবর ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে বিভিন্ন পদে নিয়োগ দিয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে তিন প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।
সকালে শহরের অজহর রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। মডেল থানার ওসি শাখের খান জানান, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে বিভিন্ন পদে নিয়োগ দেয়ার কথা বলে প্রলোভন দেখায় প্রতারকরা। পরে জেলার বিভিন্ন এলাকার ৭ জনের কাছে থেকে মোট ৪৩ লক্ষ ৬০ হাজার টাকা কৌশলে হাতিয়ে নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে।